নভেম্বরে আরও বড় ছুটির ঘোষণা করল রাজ্য সরকার! এই দিন ফের বন্ধ থাকছে স্কুল, কলেজ, অফিস
নভেম্বরে আরও বড় ছুটির ঘোষণা করল রাজ্য সরকার! এই দিন ফের বন্ধ থাকছে স্কুল, কলেজ, অফিস
Anulekha Kar | Published : Nov 13, 2024 3:43 AM IST
রাজ্যে ছুটি নিয়ে বড় ঘোষণা। সেপ্টেম্বর থেকেই লেগে রয়েছে একের পর এক ছুটি। এবার আরও বড় ছুটির ঘোষণা করল রাজ্য সরকার।
এ ছাড়াও বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। নভেম্বরেও পড়েছে লম্বা ছুটির ঘোষণা। আসুন জেনে নেওয়া যাক সেই তালিকা।
গত অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উৎসবের মেজাজ। এবার ফের রাজ্যে আয়োজিত হচ্ছে ভোট।
সম্প্রতি নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে বলে জানা গিয়েছে।
আর এই কারণে রাজ্যে ছুটির ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাইয়ে বিধানসভা উপনির্বাচন রয়েছে।
এই কারণে উল্লিখিত ৬ বিধানসভা এলাকায় সকল সরকারি অফিস, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা ওই একদিনের ছুটি জারি থাকবে বলে জানিয়েছে অর্থ দফতর।
প্রথমে পুজোর ছুটি পরে কালিপুজো, জগদ্ধাত্রী পুজো মিলিয়ে এত লম্বা ছুটির পরে আরও ছুটি পেতেই অত্যন্ত খুশি রাজ্য সরকারি কর্মীরা।