আবার ৭ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই অতিরিক্ত বেতন? জেনে নিন

Published : Feb 20, 2025, 02:29 PM ISTUpdated : Feb 20, 2025, 05:50 PM IST

আবার ৭ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার! কবে থেকে অ্য়াকাউন্টে ঢুকবে এই অতিরিক্ত বেতন? জেনে নিন

PREV
18

এবার ফের ৭ শতাংশ DA দিল রাজ্য় সরকার। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই মহার্ঘ ভাতা।

28

ঝাড়খণ্ড সরকার ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে এবার কর্মচারীরা ২৩৯ শতাংশ থেকে ২৪৬ শতাংশ DA পাবেন।

38

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।

48

ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ছাড়ও ৭ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হয়েছিল।

58

যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন সাংবাদিকদের জানিয়েছেন, “পঞ্চম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের ডিএও বর্তমান ৪৪৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫৫ শতাংশ করা হয়েছে, যা ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।”

68

ঝাড়খণ্ড মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম ইউনিট (এমএসএমই) স্পেশাল এক্সেম্পশন বিল, ২০২৫-এর অনুমোদন সহ মোট ১২টি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

78

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প নীতি ও প্রচার বিভাগ দ্বারা প্রস্তুত 'ব্যবসায় সংস্কার কর্ম পরিকল্পনা' মেনে চলার জন্য মন্ত্রিসভা কারখানা (ঝাড়খণ্ড সংশোধন) বিল, ২০২৪ অনুমোদন করেছে।

88

অন্য এক আধিকারিক জানিয়েছেন, “এর মধ্যে মূল বিধান হল মহিলা শ্রমিকদের সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত তাঁদের সম্মতি নিয়ে কারখানায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।”

click me!

Recommended Stories