
Tiranga Yatra VIP Road : কেষ্টপুর থেকে হলদিরাম পর্যন্ত বিজেপির তেরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল চলাকালীন ভিআইপি রোডে হঠাৎ নিভে যায় রাস্তার আলো। প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ সুকান্ত মজুমদারের
Tiranga Yatra VIP Road : বিজেপির তেরঙ্গা যাত্রা রবিবার সন্ধ্যায় কেষ্টপুর থেকে হলদিরাম পর্যন্ত অনুষ্ঠিত হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। এই দেশপ্রেমমূলক শোভাযাত্রা ‘অপারেশন সিন্দুর’ এবং ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হয়। কিন্তু মিছিল চলাকালীন হঠাৎ ভিআইপি রোডের সেই অংশে রাস্তার আলো নিভে যায়, যেদিক দিয়ে মিছিল অগ্রসর হচ্ছিল।
এই ঘটনার পর বিস্ফোরক অভিযোগ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘জাতীয় পতাকা নিয়ে মিছিল চলাকালীন প্রশাসন ইচ্ছাকৃতভাবে আলো নিভিয়ে দিয়েছে। এটা তেরঙ্গা যাত্রা আটকানোর সুপরিকল্পিত চক্রান্ত।’ তিনি প্রশ্ন তোলেন, “রাষ্ট্রের প্রতীক তেরঙ্গার প্রতি এই অশ্রদ্ধা কেন?”
ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা বলে ব্যাখ্যা করা হয়েছে, এবং তারা প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।