
Tiranga Yatra BJP Krishnanagar : নদীয়া জেলার কৃষ্ণনগরে বিজেপি'র তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে বিশাল তেরঙ্গা যাত্রা কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের তেরঙ্গা যাত্রায় অংশ নিলেন সুকান্ত মজুমদার।
Tiranga Yatra BJP Krishnanagar : আজ নদিয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হল বিজেপির বিশাল তেরঙ্গা যাত্রা। রাজপথে জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কৃষ্ণনগরের রাজপথ। বিশাল আকারের জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন বিজেপি নেতারা ও কর্মীরা। দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করতেও ছাড়েননি সুকান্ত মজুমদার।