ভাঙড়ের সভায় বিস্ফোরক মন্তব্য করলেন শওকত মোল্লা! 'আরাবুল ইসলাম খুনের ষড়যন্ত্রে যুক্ত, ওর নাম না নেওয়াই ভালো'। 'পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চক্রান্ত করেছিল আরাবুল'। 'খাদিজা বিবি দলের সঙ্গে গদ্দারি করেছেন'।
ভাঙড়ের সভায় বিস্ফোরক মন্তব্য করলেন শওকত মোল্লা! 'আরাবুল ইসলাম খুনের ষড়যন্ত্রে যুক্ত, ওর নাম না নেওয়াই ভালো'। 'পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চক্রান্ত করেছিল আরাবুল'। 'খাদিজা বিবি দলের সঙ্গে গদ্দারি করেছেন'। 'পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে আরাবুল লক্ষ লক্ষ টাকা তুলেছিল'। 'তখন আমি এইসব কিছুই জানতাম না'। 'গোটা ঘটনার কথা আমায় জানিয়েছিল অভিষেক'।