Suvendu Vs TMC: 'মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না'! শুভেন্দুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

Saborni Mitra   | ANI
Published : Jul 11, 2025, 12:22 PM IST
suvendu mamata

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম অধ্যুষিত এলাকা পরিদর্শন না করার ফতোয়া জারি করার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর মন্তব্য ‘সাম্প্রদায়িক উস্কানি’ বলে অভিহিত করেছে শাসকদল। 

শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর "সুপরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি"র সমালোচনা করেছে। রাজ্যের জনগণকে "মুসলিম অধ্যুষিত" এলাকায় না যেতে শুভেন্দু অধিকারীর কার্যত ফতোয়া জারি করেছেন। তারপরই শাসকদল শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের জনগণকে কেন্দ্রশাসিত অঞ্চলটি পরিদর্শনের আহ্বান জানানোর পর শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। যদিও মমতা নিজেও কাশ্মীর যাবেন পহেলগাঁওতে ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার পর সন্ত্রাসবাদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এখন শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হয়েছেন, যারা তার বক্তব্যকে "লজ্জাজনক, সুপরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি" বলে অভিহিত করেছে। এক্স-এ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "গতকাল, শ্রীমতী @MamataOfficial মুখ্যমন্ত্রী @OmarAbdullah এর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জনগণকে জম্মু ও কাশ্মীর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। কিন্তু @BJP4India এর নেতারা যেমন @SuvenduWB প্রকাশ্যে জনগণকে জম্মু ও কাশ্মীর পরিদর্শন থেকে নিরুৎসাহিত করছেন।"

 

 

"কাশ্মীরের অর্থনীতিকে অচল করার জন্য সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে হামলা চালিয়েছে, এবং শুভেন্দু তাদের ঠিক সেই ব্যবস্থাই করে দিচ্ছেন যা জঙ্গিরা করতে চেয়েছিল। এটি একটি লজ্জাজনক, সুপরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি। এই বিজেপিই সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি মুছে ফেলতে চায়। এই ধরনের বক্তব্যের একটি গণতান্ত্রিক দেশে কোন স্থান নেই। আমরা বিজেপিকে ভারতীয়দের মধ্যে সেতু পুড়িয়ে দিতে দেব না। কাশ্মীরে নয়। বেঙ্গলে নয়। কোথাও নয়," পোস্টে আরও বলা হয়েছে।

 

এর আগে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে মুসলিম অধ্যুষিত এলাকায় না যেতে আবেদন করেছিলেন। "যেখানে মুসলমানদের সংখ্যা বেশি সেখানে যেও না। কাশ্মীরে যেতে চাইলে জম্মুতে যান। যেও না... তারা (সন্ত্রাসবাদীরা) ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে হত্যা করেছে। যেতে চাইলে হিমাচল যান, আমাদের দেবভূমি উত্তরাখণ্ড আছে, ওড়িশায় যান, সারা দেশ... আমি বাঙালিদের বলতে চাই যেখানে মুসলমানদের সংখ্যা বেশি সেখানে যেও না। আপনার জীবনকে প্রাধান্য দিন । আপনার সন্তান, বোন, মাকে বাঁচান," শুভেন্দু অধিকারী এমনটাই বলেছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য