তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর নামে জয়ধ্বনি! ভোটের আগে বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল নেতা

Published : Jan 05, 2026, 05:31 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Purba Medinipur Tmc News: তৃণমূলেরই প্রতিষ্ঠা দিবসে দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বিতর্কে তৃণমূল নেতা। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ' স্লোগান। তৃণমূল নেতার ভিডিয়ো ভাইরাল হতেই চরমে রাজনৈতিক উত্তেজনা। 

Purba Medinipur Tmc News: ২৯তম তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস পালন। মঞ্চজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে ‘জিন্দাবাদ’ স্লোগান দিলেন খোদ তৃণমূলের নবনিযুক্ত দু'টি বিধানসভায় কো-অর্ডিনেটার ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা।

 কাঁথির দেশপ্রাণ ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার এই ‘বিস্ফোরক’ ভিডিও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। প্রকাশ্যে আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও, দলের অন্দরেই তরুণ জানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ।

ভাইরাল তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য:-

জানা গিয়েছে গত ৩ জানুয়ারি উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন— ‘জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ! এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতা-কর্মীরা। মুহূর্তে সম্বিৎ ফেরে তরুণের। পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তাঁর ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন তরুণ জানা। ভাইরাল ভিডিও'তে সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন— ‘’জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ! "উনি (শুভেন্দু) দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ছিলেন। পরে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছেন। একসময় একসঙ্গে লড়াই করার কথা মাথায় আসায় ভুলবশত মুখ দিয়ে নাম বেরিয়ে গিয়েছে।''

 যদিও, তরুণ জানা সংবাদ মাধ্যমকে বলেন "মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা সংগঠন পরিচালনা করি। এখন দিশেহারা বিজেপি। ২০-২১ যাওয়ার ভিডিয়ো তৈরি করা হয়েছে।''

অন্যদিকে, এই সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া শিবির। কাঁথির বিজেপি নেতা অসীম মিশ্রের কটাক্ষ- "শুভেন্দু অধিকারী যে প্রকৃত জননেতা, তা তৃণমূল নেতারা মনে মনে মানেন। তরুণবাবুর মুখ দিয়ে আজ সেই সত্যিটাই বেরিয়ে এসেছে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রিয় ভাইপোর মৃত্যুতে কেঁদে ভাসালেন শরদ পাওয়ার, বললেন বড় কথা | Sharad Pawar on Ajit pawar
Md Salim Humayun Kabir: বিধানসভা ভোটের পরিকল্পনা! নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক, নতুন জোটে সিপিএম?