'অন্যের বউকে দিয়ে মিসড কল না দিয়ে, শমীক তো নিজেই একটা বিয়ে করে নিতে পারেন' তীব্র খোঁচা কুণালের! পাল্টা উত্তর শমীকের

Published : Nov 18, 2024, 07:08 PM IST
Samik vs Kunal

সংক্ষিপ্ত

বিয়ের মরশুম, চারিদিকে সানাইয়ের আওয়াজ।

প্রসঙ্গত, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য একটি নতুন ট্রেন্ড সেট করেছেন। আর সেই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন বিজেপির আরও এক নেতা ধ্রব সাহাও। কী সেই ট্রেন্ড? সম্প্রতি একটি বিয়েবাড়িতে গিয়ে নবদম্পতিকে ফোনে মিসড কল দিয়ে বিজেপিতে যোগদান করাতে দেখা গেছে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে।

আর বিজেপির এই কর্মসূচিকে নিয়েই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। আর এই প্রসঙ্গেই এবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “লোকের বাড়ি বাড়ি না গিয়ে কিংবা লোকের বউকে দিয়ে মিসড কল না দিয়ে, শমীক তো নিজেই একটা বিয়ে করে নিতে পারেন। ও এখনও চিরসবুজ, সাহিত্যিক মানুষ এবং চমৎকার কথা বলেন। ও একটা বিয়ে করুক। তাতে ওর নিজের জীবনেও বউ আসবে। আর তাঁর বউকে দিয়ে মিসড কল দিয়ে বিজেপি একজন ভালো সদস্য পাবে।”

শুধু তাই নয়, শমীক ভট্টাচার্য বিয়ে করলে, সেই বিয়েতে নিজে নিমন্ত্রিত থাকারও ইচ্ছাপ্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সেই বিয়েতে আমি নিজেও যাব। আর কেউ যাক না যাক, কুণাল ঘোষ যাবে।”

কার্যত, ভরা বিয়ের মরশুমে শমীককে খোঁচা দিলেন কুণাল। তবে বিয়ের ফুল ফুটবে নাকি সময় বলবে, কিন্তু অভিনব এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। বলা যেতে পারে, শমীককে এবার তীব্র খোঁচা কুণালের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: তৃণমূলের 'অকর্মণ্য' বিধায়কদের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ শুভেন্দুর
Suvendu Adhikari: বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কত টাকা ভাতা পাচ্ছেন? চমকপ্রদ তথ্য দিলেন শুভেন্দু