'অন্যের বউকে দিয়ে মিসড কল না দিয়ে, শমীক তো নিজেই একটা বিয়ে করে নিতে পারেন' তীব্র খোঁচা কুণালের! পাল্টা উত্তর শমীকের

বিয়ের মরশুম, চারিদিকে সানাইয়ের আওয়াজ।

প্রসঙ্গত, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য একটি নতুন ট্রেন্ড সেট করেছেন। আর সেই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন বিজেপির আরও এক নেতা ধ্রব সাহাও। কী সেই ট্রেন্ড? সম্প্রতি একটি বিয়েবাড়িতে গিয়ে নবদম্পতিকে ফোনে মিসড কল দিয়ে বিজেপিতে যোগদান করাতে দেখা গেছে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে।

আর বিজেপির এই কর্মসূচিকে নিয়েই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। আর এই প্রসঙ্গেই এবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “লোকের বাড়ি বাড়ি না গিয়ে কিংবা লোকের বউকে দিয়ে মিসড কল না দিয়ে, শমীক তো নিজেই একটা বিয়ে করে নিতে পারেন। ও এখনও চিরসবুজ, সাহিত্যিক মানুষ এবং চমৎকার কথা বলেন। ও একটা বিয়ে করুক। তাতে ওর নিজের জীবনেও বউ আসবে। আর তাঁর বউকে দিয়ে মিসড কল দিয়ে বিজেপি একজন ভালো সদস্য পাবে।”

Latest Videos

শুধু তাই নয়, শমীক ভট্টাচার্য বিয়ে করলে, সেই বিয়েতে নিজে নিমন্ত্রিত থাকারও ইচ্ছাপ্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সেই বিয়েতে আমি নিজেও যাব। আর কেউ যাক না যাক, কুণাল ঘোষ যাবে।”

কার্যত, ভরা বিয়ের মরশুমে শমীককে খোঁচা দিলেন কুণাল। তবে বিয়ের ফুল ফুটবে নাকি সময় বলবে, কিন্তু অভিনব এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। বলা যেতে পারে, শমীককে এবার তীব্র খোঁচা কুণালের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News