‘মিঠুন চক্রবর্তী আমার আত্মীয়র মতো। মিঠুন চক্রবর্তীর বোনের সঙ্গেও আমাদের পারিবারিক সম্পর্ক। মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, ভারতের গর্ব। উনি বড় মাপের অভিনেতা। বিজেপির অভিনয়ের মধ্যে তিনি কেন নিজেকে জড়াচ্ছেন? বিজেপির স্ক্রিপ্ট মিঠুন দা বলছে।’
'মিঠুন চক্রবর্তী আমার আত্মীয়র মতো। মিঠুন চক্রবর্তীর বোনের সঙ্গেও আমাদের পারিবারিক সম্পর্ক। মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, ভারতের গর্ব। উনি বড় মাপের অভিনেতা। বিজেপির অভিনয়ের মধ্যে তিনি কেন নিজেকে জড়াচ্ছেন? বিজেপির স্ক্রিপ্ট মিঠুন দা বলছে। ফলে বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। বিজেপির চিত্রনাট্য মিঠুনদার কিভাবে পছন্দ হলো? জ্যোতি বসুকে মিঠুনদা জ্যোতি কাকু বলতেন। কাকু যখন চলে গেলেন তখন চলে আসলেন দিদির কাছে। আর এখন বিজেপির চিত্রনাট্য করছেন মিঠুনদা। নদীয়ার রানাঘাটে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ বাবুল সুপ্রিয়-র।