'বিজেপি-সিপিএম-কে বাবা ভাবছেন, ভুল করছেন' পুলিশকে হুঁশিয়ারি মদনের। প্রকাশ্য মঞ্চে দাঁডি়য়ে পুলিশকে হুঁশিয়ারি মদনের। পুলিশের মধ্যেও চর রয়েছে বলে মন্তব্য করলেন মদন মিত্র। ‘বিজেপি বাংলা গরম করলে, তা কী ভাবে ঠান্ডা করতে হয়, জানা আছে তৃণমূলের।’
'বিজেপি-সিপিএম-কে বাবা ভাবছেন, ভুল করছেন' পুলিশকে হুঁশিয়ারি মদনের। প্রকাশ্য মঞ্চে দাঁডি়য়ে পুলিশকে হুঁশিয়ারি মদনের। পুলিশের মধ্যেও চর রয়েছে বলে মন্তব্য করলেন মদন মিত্র। 'বিজেপি বাংলা গরম করলে, তা কী ভাবে ঠান্ডা করতে হয়, জানা আছে তৃণমূলের। এরা তিনটেই বদমাশ, শয়তান, এক বিজেপি, এক কংগ্রেস, আর এক সিপিএম। মনে রাখবেন, এই তিনটেকে বান্ডিলে প্যাক করে কী ভাবে দক্ষিণেশ্বরের গঙ্গায় তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয়, আমরা তৃণমূলরা জানি। পুলিশকে বলি, আপনারা বোধহয় ভুলে যান, তৃণমূল শাসকদল। ক'দিন আগে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল। চোখে পড়ল না আপনাদের! মুখ ঘুরিয়ে উল্টোদিকে হাসছেন!' ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সরাসরি হুঁশিয়ারি মদনের।