বিস্ফোরক মন্তব্য তারকা সাংসদ নুসরত জাহানের। 'গরিব মানুষের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। বারবার চাইলেও দিচ্ছে না পাওনা টাকা। কি করেছ বাংলার জন্য যে তোমায় ভোট দেবে। বসিরহাটের মানুষ তোমাদেরকে ভোট দেবে না।
বিস্ফোরক মন্তব্য তারকা সাংসদ নুসরত জাহানের। 'গরিব মানুষের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। বারবার চাইলেও দিচ্ছে না পাওনা টাকা। কি করেছ বাংলার জন্য যে তোমায় ভোট দেবে। বসিরহাটের মানুষ তোমাদেরকে ভোট দেবে না। বাঁশ দিয়ে তোমাদের পঞ্চায়েতে শিক্ষা দেওয়া হবে। কংগ্রেস ও বিজেপিকে বাঁশ দিয়ে ঝপাঝপ হবে।' বসিরহাটের সভায় বিরোধীদের শায়েস্তা করার নিদান নুসরতের।