
প্রকাশ্য সভায় দলীয় বিধায়ককে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করার জন্য দুই নেতাকে শোকজ করল জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সম্পাদক অরুপ দে এবং ধূপগুড়ির জয় হিন্দ বাহিনীর টাউন সভাপতি তাপস করকে শোকজ করা হয়েছে।
প্রকাশ্য সভায় দলীয় বিধায়ককে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করার জন্য দুই নেতাকে শোকজ করল জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সম্পাদক অরুপ দে এবং ধূপগুড়ির জয় হিন্দ বাহিনীর টাউন সভাপতি তাপস করকে শোকজ করা হয়েছে। তিনদিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। জানা যায় কয়েকদিন আগে ধূপগুড়িতে এসসি ওবিসি সেলের সম্মেলনে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে নিয়ে একাধিক মন্তব্য করেন দুই নেতা। সেখানে তাপস কর তার বক্তব্যে বিধায়ককে অপদার্থ বলেন।