'দ্য কেরালা স্টোরি পুরোটাই ভুল তথ্যে তৈরি' সায়নী ঘোষের নিশানায় 'দ্য কেরালা স্টোরি'। 'দ্য কেরালা স্টোরি ছবিটি সম্পূর্ণ মিথ্যে। কোনও ফ্যাক্ট নেই। ছবি মুক্তির আগে ৩২,০০০ মহিলার কথা বলা হচ্ছিল।
'দ্য কেরালা স্টোরি পুরোটাই ভুল তথ্যে তৈরি' সায়নী ঘোষের নিশানায় 'দ্য কেরালা স্টোরি'। 'দ্য কেরালা স্টোরি ছবিটি সম্পূর্ণ মিথ্যে। কোনও ফ্যাক্ট নেই। ছবি মুক্তির আগে ৩২,০০০ মহিলার কথা বলা হচ্ছিল। আর হঠাৎ করে তা হয়ে গেল মাত্র ৩ জন! এটা কিভাবে সম্ভব? গুজরাট থেকেও তো ৪০,০০০ মহিলা গায়েব হয়ে গিয়েছে। কই সেটা নিয়ে তো কোন ছবি হচ্ছে না। গুজরাটের দাঙ্গা নিয়ে তো ছবি হচ্ছে না। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা সঠিক সিদ্ধান্ত।'