গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর সাজা দিয়েছে আদালত। কিন্তু তারপরেও এই ঘটনা বন্ধ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
রবিবার আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসকের জন্মদিবস। তাঁর পরিবারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এদিন একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ঠিক সেদিনই নিউটাউনে এক নাবালিকাকে যৌন হেনস্থার পর খুন করার অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার নিউটাউনের লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। স্থানীয় ব্যক্তিরাই প্রথমে ওই নাবালিকার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তখনও তার পরিচয় জানা যায়নি। তবে দেহটি অর্ধনগ্ন অবস্থায় থাকায় প্রাথমিকভাবে অনুমান করা হয়, যৌন হেনস্থার পর খুন করা হয়েছে। শুরু হয় তদন্ত। সেই ঘটনাতেই অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করল পুলিশ।
ঠিক কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা কিশোরীর বয়স মাত্র ১৬ বছর। তাকে কীভাবে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে অভিযুক্ত, তা জানার জন্য নিউটাউনের লোহার ব্রিজ অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত টোটো চালককে চিহ্নিত করা হয়। এরপর তার খোঁজে তল্লাশি শুরু হয়। শুক্রবার ও শনিবার গা ঢাকা দিয়ে থাকতে সক্ষম হলেও, রবিবার সকালে সে ধরা পড়ে গেল। তার সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল কি না, সে কীভাবে ওই কিশোরীকে ওই অঞ্চলে নিয়ে গেল, যৌন নির্যাতন চালানোর পর কেন খুন করল, জেরা করে সেসব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরাধীদের মনে শাস্তির ভয় নেই?
গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। কিন্তু তারপরেও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ হচ্ছে না। নিউটাউনের ঘটনা তারই প্রমাণ। অপরাধীরা কি শাস্তির ভয় পাচ্ছে না? রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের দাবি, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও তৎপর হোক পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ২ মাসের মধ্যে বিচার, মৃত্যুদণ্ড-যাবজ্জীবন কারাবাস
কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, পাহারাদার অভিযুক্তের স্ত্রী ও কন্যা, মুর্শিদাবাদে গ্রেফতার ৪
৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে জঙ্গলের মধ্যেই গণপ্রহার