গাছের সঙ্গে গাছের বিয়ে! কুসংস্কারের বশে নয়, অবাধে বৃক্ষ নিধন রুখতে আসানসোল অশ্বত্থ ও বট গাছের বিয়ে দিলেন নারায়ণ দাস । দুই বৃক্ষের এমন শুভ পরিণয়ে পাত পড়ল পাড়াতে, চলল বালক ভোজনও ।
গাছের সঙ্গে গাছের বিয়ে! কুসংস্কারের বশে নয়, অবাধে বৃক্ষ নিধন রুখতে আসানসোল অশ্বত্থ ও বট গাছের বিয়ে দিলেন নারায়ণ দাস । দুই বৃক্ষের এমন শুভ পরিণয়ে পাত পড়ল পাড়াতে, চলল বালক ভোজনও । তিনি বরাবরই পাড়াতে গাছ প্রেমী মানুষ হিসাবে পরিচিত । নারায়ণ দাস দাসের এমন উদ্যোগের তারিফ করেছেন উদ্ভিদপ্রেমী মানুষজনেরা ও পরিবেশবিদরা ।