'আমি দুঃখিত ও অত্যান্ত মর্মাহত', মালদার তৃণমূল নেতা খুনে পুলিশকে তোপ দিয়ে শোক প্রকাশ মমতার

তৃণমূল কংগ্রেস নেতা দুলাল খুনে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, আমর ঘনিষ্ট সহযোগী ও জনপ্রিয় নেতা বাবলা সরকারকে আজ খুন করা হয়েছে

 

শুক্রবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার। তিনি তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। এলাকায় পরিচিত ছিলেন বাবলা নামে। তাঁর নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুলাল সরকারের মৃত্যুতে তড়িঘ়ড়ি মন্ত্রিসভার দুই সদস্যকে মালদায় পাঠিয়ে দেন মমতা। একই সঙ্গে দলের নেতার মৃত্যুর জন্য রাজ্য পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি বলেছেন গোটা ঘটনা পুলিশের গাফিলতিতে হয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতা দুলাল খুনে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, 'আমর ঘনিষ্ট সহযোগী ও জনপ্রিয় নেতা বাবলা সরকারকে আজ খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই তিনি (ও তাঁর স্ত্রী চৈতালী সরকার) দলের জন্য কঠোর পরিশ্রম করছেন। বাবলা কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। ঘটনাটি জানার পরে আমি দুঃখিত ও অত্যান্ত মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচার করতে হবে। আমি এতটাই মর্মাহত ও দুঃখিত যে আমি কীভাবে শোকাহত পরিবারকে সমবেদনা জানাব জানি না। ঈশ্বর চৈতালীকে বেঁচে থাকার ও যুদ্ধ করার শক্তি দিন।'

Latest Videos

 

 

বৃহস্পতিবার সকালেই মামলায় গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা দলের প্রাক্তন জেলা সভাপতি ও জেলা তৃণমূলেক সহ-সভাপতি দুলাল সরকার। মালদায় দাপুটে নেতা হিসেবেই তাঁর পরিচিতি। তবে কে বা কারা তাঁর ওপর গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ঝলঝলির মাতালমোড় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে চেপে তিন দুষ্কৃতী চড়াও হয় তাঁর ওপর। দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর খুব কাছ থেকে গুলি চালায়। একটি গুলি তৃণমূল কংগ্রেস নেতার মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তারপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালদা মেডিক্যাল কলেজে দুলাল সরকারকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দিল্লি বিধানসভায় রেখা গুপ্তার এই মন্তব্যের পরেই 'মোদী-মোদী' স্লোগান! কেন? দেখুন | Rekha Gupta
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
ভারতে ঢুকে ভারতকে অপমান! ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশি ব্যক্তিকে | Bangladeshi | Cooch Behar News
'শুভেন্দু মার খেলে ভালো হত, নাটক করছে' কল্যাণ ও হুমায়ূনের মন্তব্যের জবাব Suvendu Adhikari'র