শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণে শেখ সাহাজান। বসিরহাটের সন্দেশখালির তৃণমূল নেতা শেখ সাহাজান। ‘বেইমান, গদ্দার কাঁথির বুনো মোষ। সাহাজানের একটা চুল ছিঁড়ে দেখাক। এবারের লোকসভা নির্বাচনের পর আমরা বদলা নেব।’
শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণে শেখ সাহাজান। বসিরহাটের সন্দেশখালির তৃণমূল নেতা শেখ সাহাজান। 'বেইমান, গদ্দার কাঁথির বুনো মোষ। সাহাজানের একটা চুল ছিঁড়ে দেখাক। এবারের লোকসভা নির্বাচনের পর আমরা বদলা নেব। বিজেপির কর্মীরা তোমরা এবার আর পরিত্রাণ পাবে না। সন্দেশখালি আসুক, কাঁথির বুনো মোষের গায়ের চামড়া থাকবে না। লোকসভা নির্বাচনের পর শুভেন্দু তৃণমূলে যোগ দেবে। তৃণমূলের যোগদানের জন্য শুভেন্দু ৩০ বার প্রস্তাব দিয়েছে।' বিস্ফোরক তৃণমূল নেতা শেখ সাহাজান।