আরও বিপাকে গুরুচাঁদ ঠাকুরের বিকৃত করে সম্বোধন করা পম্পা পাল। অভিযোগ পম্পা পালের নামেই রয়েছে একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট।
আরও বিপাকে গুরুচাঁদ ঠাকুরের বিকৃত করে সম্বোধন করা পম্পা পাল। অভিযোগ পম্পা পালের নামেই রয়েছে একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট। তাঁর বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ এনে হাইকোর্টে বিজেপি। দেখুন কী বলছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।