তৃণমূল নেতার দাদাগিরিতে অস্থির সোনারপুর! মহিলাদের শিকল বেঁধে অত্যাচার করত এই নেতা? ফাঁস হল ভয়ঙ্কর তথ্য

Published : Jul 16, 2024, 03:59 PM IST
Jamal Uddin

সংক্ষিপ্ত

তৃণমূল নেতার দাদাগিরিতে অস্থির সোনারপুর! মহিলাদের শিকল বেঁধে অত্যাচার করত এই নেতা, ফাঁস হল ভয়ঙ্কর তথ্য

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! মহিলাদের বাড়িতে ডেকে নিয়ে এসে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত এই নেতার নাম জামালউদ্দিন সরদার।

গত কয়েক মাস ধরে একের পর এক তৃণমূল কর্মীর গুন্ডাবাজির খবর সামনে আসছে। এবার সামনে এল আরও এক কর্মীর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা।

শুধু মহিলাদের উপরে অত্যাচারই নয়, অন্যের জমি হাতিয়ে নিয়ে নিজের প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন জামালউদ্দিন সরদার। এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে।

সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরের ঘটনা। ওই এলাকাতেই বসবাস করেন জামাল। কোনও কাজ না করেই বিশাল বাড়ি তৈরি করেছেন তিনি। এমনই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।

এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হত না। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার বিরাট দহরম মহরম। সেই ভয় দেখিয়েই এলাকায় শাসন কায়েম করত জামাল। বাড়িতেই সালিশি সভা বসিয়ে সে বিচার করত। যারা তার প্রস্তাবে রাজি হত না তাদের উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। মহিলারাও তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়