
Patharpratima Latest News : জলের দাবিতে পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় পথ আটকে বিধায়ক সমীর কুমার জানাকে ঘেরাও করলেন শতাধিক মহিলা। দীর্ঘদিন ধরেই পানীয় জলের অভাবে ভুগছেন এই উপকূলবর্তী গ্রামের বাসিন্দারা। জলের দাবিতে বিধায়ক ঘেরাও গোবর্ধনপুরে
Patharpratima Latest News : জলের দাবিতে পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় পথ আটকে বিধায়ক সমীর কুমার জানাকে ঘেরাও করলেন শতাধিক মহিলা। দীর্ঘদিন ধরেই পানীয় জলের অভাবে ভুগছেন এই উপকূলবর্তী গ্রামের বাসিন্দারা। প্রায় দু’বছর আগে গোবর্ধনপুরে পাইপলাইন বসানো হলেও আজও একবিন্দু জল আসেনি সেই লাইনে। প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফারাকে ভোগান্তি চরমে। বিধায়ক একটি নলকূপ দেওয়ার আশ্বাস দিলেও এলাকাবাসীরা তাতে সন্তুষ্ট নন। তাদের দাবি, একটি নলকূপ নয়, চাই যথেষ্ট টাইম টিউবওয়েল ব্যবস্থা — যা পুরো এলাকার প্রয়োজন মেটাতে পারে। বিধায়ক আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। তবে গ্রামবাসীদের প্রশ্ন, ‘‘এই প্রতিশ্রুতি কি আদৌ পূরণ হবে? নাকি এও আগের মতোই ফাঁকা কথা থেকে যাবে?’’