আবাস যোজনার দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের বহু নেতা-মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধানের। সেখানে ব্যতিক্রমী হয়ে উঠেছেন মুকুল মুর্মু, সংসারের খরচ যোগাতে ক্ষেতমজুরি ও ইট ভাটায় কাজ করেন তিনি ।
আবাস যোজনার দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের বহু নেতা-মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধানের। সেখানে ব্যতিক্রমী হয়ে উঠেছেন মুকুল মুর্মু, সংসারের খরচ যোগাতে ক্ষেতমজুরি ও ইট ভাটায় কাজ করেন তিনি । অথচ পদে তিনি বালুরঘাট পঞ্চায়েত সমিতির ৫ নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান | তবে নিজের পেত চালাতে গিয়ে পঞ্চায়েতের কাজকর্মেরও কোন ফাঁকি দেন না তিনি |