নিহত হাড়োয়ার সামলার পঞ্চায়েতের সদস্য শেখ সাহেব আলি। শনিবার রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে চলে গুলিবৃষ্টি।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুন! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। নিহত হাড়োয়ার সামলার পঞ্চায়েতের সদস্য শেখ সাহেব আলি। শনিবার রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে চলে গুলিবৃষ্টি। প্রধান-উপপ্রধান পদ নিয়ে দলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন, অভিযোগ পরিবারের।