
ভোরবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো দোতলা বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মানিকতলায়। আহতদের দ্রুত ভর্তি করা হয় মানিকতলা ESI হাসপাতালে।
ভোরবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো দোতলা বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মানিকতলায়। আহতদের দ্রুত ভর্তি করা হয় মানিকতলা ESI হাসপাতালে। স্থানীয়দের দাবি বাড়িটিতে পুরসভার বিপজ্জনক চিহ্নিত নোটিস ছিল ঝোলানো। প্রাথমিক অনুমান পরপর বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা।