Budget Reaction:'জিরো গ্যারান্টি জিরো বাজেট' বললেন অভিষেক, কল্যাণের কথায় বাংলাকে কেন্দ্র সহ্য করতে পারে না

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমালোচনায় সরব কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

কেন্দ্রীয় বাজেট ২০২৪ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের পরই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় বাজেটকে অন্ধ্র ও বিহারের বাজেট বলে সমালোচনা করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একটা ব্যর্থ বাজেট।

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বারে বারে দেখছি। সংসদে যা বলার বলব। ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি , জিরো বাজেট। ১২টা সাংসদ পাঠিয়েছে, ফলাফল শূন্য।' এবার রাজ্য থেকে বিজেপির ১২ সাংসদ রয়েছে সংসদে। কিন্তু রাজ্যের জন্য কোনও সুবিধে আদায় করতে পারে বলেও দাবি তৃণমূল কংগ্রেস নেতার।

Latest Videos

বাজেট পেশ হওয়ার পক্ষই ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এটা কুর্সি বাঁচাও বাজেট। যারা এনডিএ-কে সাহায্য করেছে তাদের জন্যই এই বাজেট। দেশের সাধারণ মানুষের জন্য এই বাজেট নয়। বাংলাকে কিছুই দেয়নি। বাংলাকে কেন্দ্র সাহ্যই করতে পারে না।'

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও সোশ্যাল মিডিয়ায় বাজেটের তীব্র সমালোচনা করেন। বলেন, 'কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা। অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা।দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই।শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।' যদিও পাল্টা কেন্দ্রীয় বাজেটের পক্ষেই সওয়াল করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'বিহার ঝড়খণ্ডের অনেক দিন ধরেই দাবি ছিল। বিহারের যদি উন্নতি হয় বাংলা কি পাবে না?'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee