'জানব কী করে?' বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সুর নরম দিলীপের

বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতেই অন্য ছবি সামনে আসে। পশ্চিমবঙ্গ নয় বরং ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। এই তথ্য প্রকাশ্যে আসতেই সুর নরম করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

Web Desk - ANB | Published : Jan 5, 2023 9:55 AM IST

উদ্বোধনের দু'দিনের মাথায়ই বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল বিরোধী শিবিরে। এমনকি তৃণমূল সরকারের 'ইন্ধনে'এই ধরণের ঘটনা বলেও দাবি করেছেন অনেকে। গোটা ঘটনার জন্য রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও। 'বাংলা দেশ বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছে', বলেও দাবি করেছিলেন তিনি। বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতেই অন্য ছবি সামনে আসে। পশ্চিমবঙ্গ নয় বরং ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। এই তথ্য প্রকাশ্যে আসতেই সুর নরম করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন,'বিহার থেকে এমন ঘটনা ঘটেছে তা জানব কী করে?' পাশাপাশি তিনি এও বলেন, 'এই ঘটনা দু'দিন ঘটেছে। একদিন মালদহেও ঘটেছে। ওটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। বাংলায় তো এরকম ঘটনা নতুন নয়, তাই বিরোধীরা বলেছে।'

এর আগে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি দীলিপ ঘোষ বলেছেন,'কাশ্মীর শুধরে গিয়েছে, কিন্তু বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে।' এখানেই শেষ নয়, এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন,'রাষ্ট্র বিরোধী শক্তি এ রাজ্যে এত সক্রিয়, আর এখানকার সরকার তাঁদের মদত দিচ্ছে।' সিএএ-এর প্রসঙ্গে টেনে দিলীপ ঘোষ বলেন,'সংসদে যখন সিএএ পাশ হল, তখন অনেক রাজ্যেই বিরোধিতা হয়েছিল। কিন্তু একমাত্রা পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত চলেছিল। প্রায় আড়াইশোর কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছিল। যার বেশিরভাগই রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে বাংলার একাংশ শত্রুর সম্পত্তি মনে করেন। ভারতের আইন ও সংবিধানকে শত্রু দেশ বলে মনে করছেন। বাংলা দেশ বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছে, এর কৃতিত্ব পুরোপুরি তৃণমূলের। পুলিশ এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না।'

Latest Videos

উদ্বোধনের দু'দিনের মাথায় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এবার নতুন তথ্য এল রেলের হাতে। ট্রেনের রেকে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা গিয়েছে সযে সময় ট্রেনে পাথর ছোড়া হয়েছিল সেই সময় অনুযায়ী পশ্চিমবঙ্গ নয় বরং পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। রেলের পক্ষ থেকে পাথর ছোড়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করে পূর্ব রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনীও। অভিযুক্তদের খুঁজে বার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar