আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? জানালেন বিবৃতিতে

Published : Dec 12, 2024, 09:48 AM ISTUpdated : Dec 12, 2024, 10:25 AM IST
Supreme Court

সংক্ষিপ্ত

আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? জানালেন বিবৃতিতে

এবার আরজিকর মামলার দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার। আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন তিনি। তবে বুধবার এই দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার।

অর্থাৎ এবার আরজিকরের শুনানিতে আর নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন না তিনি। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বৃন্দার দফতর থেকে।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। শিয়ালদহ আদালতে আরজি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বিগত কয়েক দিনে ৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে গিয়েছে। বাকি দু’-তিন দিনের মধ্যেই বাকি কয়েক জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়ে যাবে।"

জানা গিয়েছে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু সুপ্রিম কোর্টে নয়, শিয়ালদহ আদালতেও আরজি কর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দার দফতরের আইনজীবীরা। এমনকী মামলার প্রথম শুনানিতে শিয়ালদহ আদালতেও হাজির ছিলেন বৃন্দা।

PREV
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?