
Siddiqullah Chowdhury on Waqf: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রথম দিন থেকেই সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার আরও একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ওয়াকফ বিরোধিতায় শহর অবরূদ্ধ করে দেওয়ার ডাক দিলেন! কলকাতা শহর স্তব্ধ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
কী বলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী? (Siddiqullah Chowdhury on Waqf):-
জানা গিয়েছে ওয়াকফ সংশোধনী আইন অবিম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে কলকাতা শহর অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বলেন, ''তারা চাইলেই রাস্তা অবরুদ্ধ করে দিতেন পারেন। আমরা যদি কলকাতাকে স্তব্ধ করে দিতে চাই তাহলে ৫০টি স্থানে ২০০ জনকে জড়ো করে শহর অবরুদ্ধ করে দিতে পারি। আমরা এখনও এমন করিনি। তবে পরিকল্পনা করছি। আমাদের কৌশল হল আগে জেলাগুলি থেকে শুরু করা।''
তিনি আরও বলেন (Siddiqullah Chowdhury on Waqf), ''তারপর কলকাতার ৫০টি স্থানের প্রতিটিতে ১০ হাজার জনকে মোতায়েন করা। তাদের কিছু করতে হবে না। তাঁরা আসবে বসবে আর মুড়ি গুড়, মিষ্টি খাবে।'' এদিকে সিদ্দিকুল্লার এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ''পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের অধীনে মুসলিমরা নিরাপদ বোধ করে।'' অন্যদিকে সিদ্দিকুল্লা চৌধুরী আরও বলেন যে, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে, বাংলায় ওয়াকফ সংশোধনী আইন হবে না। কেন্দ্র ওয়াকই সংশোধনী আইন প্রত্যাহার না করা পর্যন্ত তিনি এই আন্দোলন চালিয়ে যাবেন।''
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনের রূপরেখা ঠিক করতে আগামী ১৬ এপ্রিল ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে। বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেল ও রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। ওই বৈঠকের পরে আগামী দিনে আন্দোলনের রূপরেখা স্পষ্ট করা হবে বলেই দলীয় সূত্রের দাবি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।