পড়ুয়া পিছু ৫ হাজার টাকা জরিমানা, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে

Published : Dec 06, 2025, 05:45 PM IST

মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সময়মতো না করায় নজিরবিহীন সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এক বছরের বেশি সময়সীমা পেরিয়ে যাওয়ায় ৫৩টি স্কুলকে চিহ্নিত করে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে ফাইন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

PREV
15

পড়ুয়া পিছু ফাইন দিতে হবে ৫ হাজার টাকা করে। এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এক বছরের বেশি সময় সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের একাধিক পড়ুয়ার রেজিস্ট্রেশন করেনি কয়েকটি স্কুল। এরকম ৫৩টি স্কুলকে চিহ্নিত করেছে পর্ষদ। এবার তাদের দেওয়া হল কড়া বার্তা।

25

সূত্রের খবর, এই স্কুলগুলোর প্রায় ১৫০ জনেরও বেশি পড়ুয়ার এক বছরের বেশি সময়সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা হয়নি। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হলেও রেজিস্ট্রেশন করানো হয়নি সংশ্লিষ্ট স্কুলগুলোর তরফে।

35

এবার কড়া হল পর্ষদ। রেজিস্ট্রেশন করানো হয়নি বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর। সতর্ক করা হয়েছে স্কুলগুলোকে। সঠিক সময় এই কাজ না করলে দিতে হবে মোটা টাকা ফাইন।

45

এদিকে জানা গিয়েছে, স্কুলগুলোকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না করানোয় এবার স্কুলগুলোকেই পড়ুয়া কিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে। দিতে হবে ৫ হাজার টাকা।

55

এদিকে পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাধিক স্কুলের তরফে দেরিতে রেজিস্ট্রেশন করানো হলেও বিনা জরিমানাতেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন করিয়েছে পর্ষদ। তবে, সময় বেঁধে দেওয়ার পরও কেন এখনও ৫৩ টি স্কুল সময়মাফিক রেজিস্ট্রেশন করাল না? এই নিয়ে কোনও মন্তব্য করেনি রামানুজ গঙ্গোপাধ্যায়।

Read more Photos on
click me!

Recommended Stories