Weather Today: জুন শেষেও বর্ষার দেখা নেই! রুক্ষ রাজ্যে বৃষ্টি নেই ছিঁটেফোঁটাও, তবে কি এই বছর বঙ্গ ভিজবে না?

জুন শেষেও বর্ষার দেখা নেই! রুক্ষ রাজ্যে বৃষ্টি নেই ছিঁটেফোঁটাও, তবে কি এই বছর বঙ্গ ভিজবে না?

Anulekha Kar | Published : Jun 27, 2024 6:25 PM IST / Updated: Jun 28 2024, 07:55 AM IST
18
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

জুন প্রায় শেষ হতে চলল দেখা নেই বর্ষার। উত্তরে যতটাই বৃষ্টি ততটাই রুক্ষ দক্ষিণবঙ্গ।

28
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

বর্ষার আশায় দিন গুণতে গুণতে হাঁপিয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছেন তাঁরা।

38
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

তবে এবার সুখবর দিল আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

48
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

অন্যদিকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। জুলাই মাসের প্রথম সপ্তাহেই বঙ্গ ভিজবে বর্ষার জলে।

58
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত প্রকট হয়েছে। যার জেরেই শুক্রবারের মধ্যে সৃষ্টি হবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু।

68
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

ফলত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইবে।

78
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

শনিও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আরও বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগণায় ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

88
রুক্ষ বঙ্গে বর্ষা কবে?

আগামী এক সপ্তাহের মধ্যেই কমবে তাপমাত্রা। অবশেষে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।

Share this Photo Gallery
click me!

Latest Videos