ভয়ঙ্কর গরমে অস্থির হতে পারেন! ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে থেকে জানেন?

Published : May 16, 2024, 02:36 PM ISTUpdated : May 16, 2024, 02:37 PM IST

ফের জারি তাপপ্রবাহের সতর্কতা! শুক্রবার থেকে আবহাওয়া বদল

PREV
17
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

গত দুই দিন ধরে গরমের দাপটে অস্থির বঙ্গ। ফের উর্ধ্বমুখী তাপমাত্রা। মোট কথা তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। ফের কবে বৃষ্টিপাত হবে তার দিন গুণছে সকলে।

27
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

এরমধ্যেই স্বস্তি দিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?

37
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে, শুক্রবার থেকেই কিছুটা বদলাতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রবিবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

47
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

অন্যদিকে মাসের শেষের দিকেই রেমাল ঘূর্ণীঝড়ের ধেয়ে আসার খবর হয়েছে।

57
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

হাওয়া অফিস বলছে শুক্রবার শহরে বৃষ্টিপাতের সম্ভবনা নেই। রবিবার থেকে শহরে হাওয়া বদল হওয়ার পরে সোমবার থেকে ফের বৃষ্টিপাত দেখা যাবে কলকাতায়।

67
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

তবে শনি ও রবিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভুম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায়।

77
ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

জুন মাসের প্রথম সপ্তাহতেই বর্ষা আসার আভাস দিয়েছে হাওয়া অফিস।

click me!

Recommended Stories