দুর্যোগের মধ্যেই আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ঘনঘটা

Published : Aug 22, 2025, 10:42 AM IST

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

PREV
15
নিম্নচাপে বৃষ্টি

সকাল থেকেই আকাশের মুখভার। বৃহস্পতিবার থেকে যে দুর্যোগ শুরু হয়েছে রাজ্য জুড়ে তা আপাতত অব্যহত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত খারাপ আবহাওয়া থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে। বঙ্গে চলতি বর্ষার মরশুমে ৮টি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। এবার পরপর নিম্নচাপের কারণের প্রবল বৃষ্টি হয়েছে।

25
আজ কলকাতায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতায় বজ্র্যবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে।

35
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে। পশ্চিমের জেলা গুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল কলকাতায় ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।

45
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় দমকা হাওয়া দিতে পারে। সেই কারণে পাহা়ড়ি জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।

55
নিম্নচাপের অবস্থান

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি মরশুমে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। আগামী ২৪ অগস্ট বা ২৫ অগস্টের মধ্যে সেটি তৈরি হওয়ার কথা। যার কারণে আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories