Weather News: আবার বৃষ্টিতে ভিজবে শহর, মঙ্গলের আবহাওয়ায় মেঘের ঘনঘটা

Published : Feb 12, 2024, 07:01 AM IST

দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

PREV
19

বসন্তের আগে বাংলা জুড়ে বাড়ছে-কমছে শীত। তাপমাত্রার খামখেয়ালিপনার দোসর হচ্ছে আচমকা বৃষ্টির মেঘ। 

29

এই অবস্থায় দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  

39

আবহাওয়া দফতর জানিয়েছে যে, মঙ্গলবার থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভিজতে পারে কলকাতাও।

49

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার। 

59

বুধবার ভিজতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। 

69

বৃহস্পতিবার দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

79

বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আবার হবে ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

89

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

99

উত্তরবঙ্গে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

click me!

Recommended Stories