উত্তরবঙ্গের আবহাওয়াও আপাতত মনোরম। ঝড়-বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
সকাল থেকে আকাশের অবস্থা একেবারে মেঘমুক্ত, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আকাশ পরিষ্কার থাকায় হু হু করে নেমে যাচ্ছে রাতের তাপমাত্রা। ভোরবেলা শহর এবং শহরতলি জুড়ে দেখা যাচ্ছে কুয়াশার চাদর।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বঙ্গোপসাগরে কোনও ঝঞ্ঝার উপস্থিতি নেই। ফলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা নেই।
প্রায় ২১ ডিগ্রির কাছাকাছি নেমে গেছে কলকাতার রাতের তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও আপাতত মনোরম। ঝড়-বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি, সর্বোচ্চ ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আগামি ৫ দিন পর্যন্ত উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও বড় রকমের হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।