বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নয়া নিম্নচাপ। শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গের আবহাওয়ায় বড়সড় প্রভাব পড়তে চলেছে।
28
ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এর একটি উত্তর- দক্ষিণ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানা গেছে।
38
মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, আলিগড়, সিদ্ধি অম্বিকাপুর, ঝার্সুগুদা থেকে বালাসোর, এরপর পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পশ্চিমাংশ ধীরে ধীরে সরে আসছে দক্ষিণবঙ্গের কাছাকাছি।
48
এর প্রভাবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
58
অন্যদিকে, শহর কলকাতায় কখনও ঝেঁপে বৃষ্টি, কখনও চড়া রোদ্দুর। তবে, রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
68
ঝিরঝিরে বৃষ্টির জেরে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। ফলে, দিনে ও রাতে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
78
আরেকদিকে, রবিবার উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার ব্ষ্টি হতে পারে।
88
তবে, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রবিবার বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। রবিবারের পরেও এই জেলাগুলিতে আপাতত আকাশ শুকনো থাকবে বলেই মনে করা হচ্ছে।