বঙ্গেও আগাম বর্ষা! আর ঠিক ৩ দিন পরেই রাজ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

Published : May 26, 2025, 08:54 PM IST

Monsoon Update:আগামী ৩ দিনের মধ্যেই রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বয়ু। যার জেরে সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে চলতে পারে ঝড়বৃষ্টি। কেরলের সঙ্গে তাল মিলিয়ে এবার বঙ্গেও আগাম বর্ষা ঢুকতে পারে। 

PREV
110
বঙ্গেও আগাম বর্ষা!

পূর্বাভাস ছিল। বর্ষা মিলিয়ে দিতে চলছে সেই পূর্বাভাস। এবার বঙ্গেও আগাম বর্ষা। সময়ের অনেক আগেই বঙ্গে আসছে বর্ষা।

210
প্রাক বর্ষার বৃষ্টি শুরু

ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি এলাকায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

310
হাওয়া অফিসের পূর্বাভাস

আগামী ৩ দিনের মধ্যেই রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বয়ু। যার জেরে সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে চলতে পারে ঝড়বৃষ্টি।

410
মৌসুমি বায়ুর অবস্থান

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও কিছুটা পথ এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

510
মৌসুমি বায়ুর প্রবেশ

মিজ়োরাম, ত্রিপুরা, মণিপুর, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের স্থলভাগে ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে।

610
বর্ষার অনুকূল পরিস্থিতি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বর্ষার অনুকূল পরিস্থিতি রয়েছে। আর সেই কারণে আর মাত্র তিন দিনের মধ্যেই বঙ্গে বর্ষা ঢুকতে পারে। মৌসুমি বায়ু উপকূলীয় বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে

710
নিম্নচাপ

মঙ্গলবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। সেই সঙ্গে হাওয়ার গতি অনুকূল থাকায় বুধবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

810
মঙ্গলবার থেকে বৃষ্টি

 মঙ্গলবার থেকে কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে দুর্যোগ।

910
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

1010
কেরলে বর্ষা শুরু

শনিবার কেরলে বর্ষা ঢুকেছে। নির্দিষ্ট সময়ের আট দিন আগেই ভারতীয় মূলভূখণ্ডে বর্ষা ঢুকল।

Read more Photos on
click me!

Recommended Stories