Weather Update: দক্ষিণবঙ্গে নিম্নচাপ কাটলেও, ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতে বন্যা ও ভূমিধসের কারণে পরিস্থিতি গুরুতর।
বিগত কয়েকদিন নিম্নচাপের প্রভাব বেশ দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। কিন্তু মুহূর্তে নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এক অস্বস্তিকর ভ্যাপসা গরমে আবহাওয়া তৈরি হয়েছে।
210
সূত্রের খবর, আরও বাড়বে গরম। প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত গরম বাড়তে পারে।
310
এই গরমের মধ্যে মিলল বৃষ্টির খবর। ইতিমধ্যে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি ও ভূমিধসের জেরে সড়ক যোগযোগ একদমই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে গত ২ দিন ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
510
গতকাল পর্যন্ত ভুটানঘাটে ১১ সেন্টিমিটার, বক্সাডুয়ার ও কুমারগ্রাম চা বাগামে ৯ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
610
দার্জিলিং ও কালিম্পংয় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
710
দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। বিকেলের দিকে হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুর-সহ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তা সামান্য।
810
এখন ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। উল্টে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
910
সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত চড়তে পারে দক্ষিণবঙ্গে পারদ। তারপরের চার দিনে তাপমাত্রার আরও কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা হবে শহরের।
1010
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢিকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়।