আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামি ৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তার পাশাপাশি চলতি সপ্তাহে বৃষ্টিপাত হওয়ারও কোনও পূর্বাভাস নেই।
তবে, ১৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারের পর শুক্রবারও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। তবে, সপ্তাহান্তে আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।