
West Bengal Assembly Fight : পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের চরম উত্তেজনার সৃষ্টি হল। একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে অধিবেশন কক্ষ। মার্শালদের সঙ্গে খণ্ডযুদ্ধ লেগে যায় বিজেপি বিধায়কদের।
West Bengal Assembly Fight : পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের চরম উত্তেজনার সৃষ্টি হল। একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে অধিবেশন কক্ষ। অভিযোগ, সাসপেন্ড হওয়া বিধায়কদের মধ্যে একজন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের চশমা ভেঙে দেওয়া হয়। বিধানসভায় হাতাহাতি, ধাক্কাধাক্কি ও মার্শালের মাধ্যমে বিজেপি বিধায়কদের উপর ‘অত্যাচার’-এর অভিযোগ এনেছে বিজেপি। বিধানসভার বাইরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে সরাসরি বচসায় জড়ান বলে অভিযোগ।