চাকরি বাঁচাতে মানতে হবে সরকারের নতুন নিয়ম, স্কুল শিক্ষকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা

Published : Dec 31, 2024, 12:21 PM IST
Teachers-Day-2024-inspirational-story-of-pahadi-korwa-mamta

সংক্ষিপ্ত

মধ্যশিক্ষা পর্ষদ নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও টিচার্স ডায়েরি প্রকাশ করেছে, যাতে শিক্ষকদের সকাল ১০:৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পর্ষদ নির্দেশ দিয়েছে শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তারপর কোনও শিক্ষক স্কুলে ঢুকলে লেট মার্ক দেওয়া হবে। বেলা সওয়া ১১টার পর স্কুলে ঢুকলে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত থাকতে হবে। মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের দায়িত্বও বিস্তারিত ভাবে বলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, শনিবার অর্ধদিবস বা কোনও দিন আগাম ছুটি বলে কী করতে হবে শিক্ষকদের তা স্পষ্ট নয়। তেমনই বিভ্রান্ত আছে মোবাইল ফোন ব্য়বহার নিয়ে। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন।

সে যাই হোক, কড়াকড়ি শুরু হচ্ছে স্কুল শিক্ষকদের জন্য। এবার থেকে তাদের মানতে হবে নয়া নির্দেশ। স্কুল শিক্ষকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা। যা কার্যকারী হবে নতুন বছরে। এবার থেকে তাঁদের স্কুলের প্রবেশের সময় বাড়ল। এবার তাদের ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। স্কুল শিক্ষকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা। যা মেনে চলবে হবে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের। 

 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর