ভোটে বেলাগাম হিংসার অভিযোগ বিজেপির, খতিয়ে দেখতে বুধবার নাড্ডার তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে

বিজেপি সূত্রের খবর বুধবারের মধ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা কলকাতায় পৌঁছে যাবেন। প্রথম পর্যায়ে তারা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

 

Saborni Mitra | Published : Jul 11, 2023 6:16 AM IST

পঞ্চায়েত ভোটে ঘিরে রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল। অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। বিশেষ করে বিজেপি রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে। এবার রাজ্যের রাজনৈতিক হিংসা আসরে নামছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ পঞ্চায়েত ভোটের গণনা শেষ হতে না হতেই বিজেপি এই রাজ্যে পাঠাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

বিজেপি সূত্রের খবর বুধবারের মধ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা কলকাতায় পৌঁছে যাবেন। প্রথম পর্যায়ে তারা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের কোথায় কোথায় কী ধরনের অশান্তি হয়ে তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেবেন তাঁরা। তারপরই রাজ্যে সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন।

Latest Videos

সূত্রের খবর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা মুর্শিদাবাদ, কোচবিহার, দুই ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করবেন। বিচজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৈরি করেছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং দল। এই দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বাকি সদস্যরা হলেন, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও বিজেপির জাতীয় সহ-সভাপতি রেখা ভার্মা।

বিজেপি সূত্রের খবর, রাজ্যের একাধিক সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন। তাঁরা চলতি সপ্তাহের শেষেই রাজ্যের হিংসা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেন জেপি নাড্ডার কাছে। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তৃণমূল - বিজেপি দুই শিবিরের কছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত নির্বাচন দুই দলের কাছেই সেমিফাইনাল। তবে এটাই প্রথম নয়, এর আগেও বিধানসভা ভোটের পরেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যে একাধিক এলাকা পরিদর্শন করে সন্ত্রাসের রিপোর্ট দিয়েছিল।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল , বিজেপির পাল্টা হিসেবে এবার মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মণিপুরে কেন ঘটনা হিংসার ঘটনা, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না - তা খতিয়ে দেখবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul