Panchayat Election Results 2023:'পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহা', বিস্ফোরক শুভেন্দু

শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে অসম লড়াই বলেও দাগিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ছাপ্পা ভোট নিয়েও সরব হল শুভেন্দু।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বাংলার ভোট পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিধানসভার বাইরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। এদিন প্রথমেই রাজ্যের পরিস্থিতির মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। শুভেন্দুর কথায়, 'ভোট হিংসায় মৃতের সংখ্যা ৫০-এর কাছাকাছি এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহা।'

শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে অসম লড়াই বলেও দাগিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ছাপ্পা ভোট নিয়েও সরব হল শুভেন্দু। উদাহরণ স্বরূপ শুভেন্দু বলেন,'রামনগর ২ নং ব্লকে ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের প্রার্থী পূবালি জানা পেয়েছিলেন ১৬৭৭৪। তৃণমূল কংগ্রেস প্রার্থী রিজিয়া বিবি পেয়েছেন ১৬৩১৭। সার্টিফিকেট দেওয়া হয়েছে রিজিয়া বিবিকে। ভাবতে পারবেন না কী ধরণের লুঠ করা হয়েছে।' এছাড়া আইপ্যাকের লোকেরা পোলিং পার্টি সাজিয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। ভোট পরিস্থিতিতে সংন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বাংলাজুড়ে আগামী একমাস কালা দিবস পালনের দাবিও তুললেন বিরোধী দলনেতা। বেশ কিছু কেন্দ্রে ভোট বাতিল করে পুনর্নিবাচনের দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা।

Latest Videos

অন্যদিকে একইদিনে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রীও। বুধবার নবান্নের সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি কী দোষ করেছি? আমার অপরাধটা কী? দোষ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা! এত মিথ্যে! অপরাধ করলে মা-মাটি মানুষকে শাস্তি দিন, মেনে নেব। কিন্তু মিথ্যে সহ্য করব না। যখন বিরোধী ছিলাম তখনও মেরে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এখন ক্ষমতায়, এখনও সেই অপমান।' এই প্রসঙ্গে বিজেপির সমালোচনা করে মমতা বলেছেন,'যবে থেকে বিজেপি এই বিদ্বেষ মূলক আচঢ়ণ শুরু করেছে, কথায় কথায় আক্রমণ। ভায়লেন্স ভায়লেন্স করে গোটা দেশে আমাদের বদনাম করে চলেছে, বাংলার বদনাম করে চলেছে। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আনা হয়েছে। কথায় কথায় এজেন্সি। এভাবে দেশ চলে না। তাও বলব, আপনাদের কুৎসা আমাদের আরও শক্তিশালি করে। শুধু কয়েকটা প্রাণ চলে গেল, সেটা খুবই দুঃখজনক।'

 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul