বীরভূমে একাধিক জায়গায় ফুটল পদ্মফুল। সাঁইথিয়া বিধানসভার দুটি আসনে জয়ী হল বিজেপি। সিউড়ি ব্লক ১-এর করিধ্যা পঞ্চায়েতের আসনেও জয়ী বিজেপি। বহু সন্ত্রাসের পরেও এই জয়ে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত বীরভূম।
বীরভূমে একাধিক জায়গায় ফুটল পদ্মফুল। সাঁইথিয়া বিধানসভার দুটি আসনে জয়ী হল বিজেপি। সিউড়ি ব্লক ১-এর করিধ্যা পঞ্চায়েতের আসনেও জয়ী বিজেপি। বহু সন্ত্রাসের পরেও এই জয়ে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত বীরভূম।