২ মার্চ, বৃহস্পতিবার কড়া প্রহরায় ভোটগণনা পশ্চিমবঙ্গের সাগরদিঘিতে। সামনেই বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন। তারপর ২০২৪-এ রয়েছে লোকসভা ভোট। এই দুইয়ের প্রাক্কালে সর্বশক্তি দিয়ে লড়াই করছে বাংলার শাসকদল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি এবং অপর দুই বিরোধী পক্ষ সিপিএম এবং কংগ্রেস। বাংলা ছাড়া বৃহস্পতিবার আঞ্চলিক কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বেরোবে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুও। কড়া নিরাপত্তা বলয়ের অন্দরে ভোট গণনা হবে এই রাজ্যগুলিতে।
04:02 PM (IST) Mar 02
সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয়ে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর আশা, পঞ্চায়েত ভোটেও বাম-কংগ্রেস জোটের ফল ভালো হবে।
03:38 PM (IST) Mar 02
সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই চালিয়ে যাবেন।
03:11 PM (IST) Mar 02
২০২১-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের কোনও প্রার্থীই জয় পাননি। সাগরদিঘি উপনির্বাচনে জিতে বিধানসভায় যাচ্ছেন কংগ্রেসের বায়রন বিশ্বাস।
02:52 PM (IST) Mar 02
প্রায় ২৩ হাজার ভোটে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয় পেলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
02:14 PM (IST) Mar 02
১৪ রাউন্ড গণনা শেষে ২২,৩১৭ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
12:56 PM (IST) Mar 02
৮ রাউন্ডের শেষে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন, উচ্ছ্বসিত মুর্শিদাবাদের কংগ্রেস মাসিহা অধীর চৌধুরী
12:15 PM (IST) Mar 02
অষ্টম রাউন্ডে আরও বাড়ল ব্যবধান। আট হাজারের ব্যবধানে এগিয়ে কংগ্রেস। উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে।
11:58 AM (IST) Mar 02
সাগর দিঘিতে ক্রমশ বাড়ছে মার্জিন। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ৭,০৯০ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
11:55 AM (IST) Mar 02
ঝাড়খণ্ডের রামগড়ে ৫,৮৩৮ ভোটে এগিয়ে এজেএসইউ দলের প্রার্থী সুনিতা চৌধুরী। এখন পর্যন্ত পিছিয়ে কংগ্রেস প্রার্থী বজরং মাহতো।
11:52 AM (IST) Mar 02
চিঞ্চওয়াড় কেন্দ্রে নয় দফা গণনার পরও এগিয়ে বিজেপি। ঝুলিতে ভোট ৩২,২৮৮। এনসিপি ভোট পেয়েছে ২৫,৯২২।
11:48 AM (IST) Mar 02
তামিলনাড়ুর ইরোড (পূর্ব) আসনে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ডিএমকের প্রাপ্ত ভোট ১৭,৪৭৭। এআইএডিএমকের প্রাপ্ত ভোট ৫,৬২১।
11:32 AM (IST) Mar 02
পঞ্চম রাউন্ড গণনা শেষে ৫০৯৩ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস।
11:30 AM (IST) Mar 02
তৃতীয় রাউন্ডের শেষে ১৯৫৯ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তৃণমূলের প্রাপ্ত ভোট ১৪,৫৩৭ এবং বিজেপি পেয়েছে ৫০০০। তৃতীয় দফার শেষে খানিকটা কমল ব্যবধান।
11:04 AM (IST) Mar 02
১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস। দু'দফা গণনার পর কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১,৪৩৫। তৃণমূল পেয়েছে ৯,৩৫৫ ভোট। অন্যদিকে বিজেপির হাতে মাত্র ৩,০৫৩ ভোট।
10:37 AM (IST) Mar 02
মহারাষ্ট্রের কসবা পেথ কেন্দ্রে জোড়দার লড়াই। সাত দফা গণনার পর এমভিএ প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকরের প্রাপ্ত ভোট ২৫,৯০৪ এবং বিজেপি প্রার্থী হেমন্ত রাসানের প্রাপ্ত ভোট ২৪,৬৩৩।
10:34 AM (IST) Mar 02
মহারাষ্ট্রের কসবা পেথ কেন্দ্রে পিছিয়ে বিজেপি। ছয় দফা গণনার পর এগিয়ে এমভিএ সমর্থিত কংগ্রেসের রবীন্দ্র ধাঙ্গেকর। প্রাপ্ত ভোট ৪,১৩১। বিজেপির প্রাপ্ত ভোট ২,৬৩৯।
10:32 AM (IST) Mar 02
সাগরদিঘি উপনির্বাচনে তৃতীয় রাউন্ডের শেষে ১৯৫৯ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
10:30 AM (IST) Mar 02
চিঞ্চওয়াড়ে ৪ রাউন্ড গণনার পর এগিয়ে বিজেপির অশ্বিনী জগতাপ। প্রাপ্ত ভোট ১২,৮৮০।
10:28 AM (IST) Mar 02
তামিলনাড়ুর ইরোড (পূর্ব) আসনে ২৩,৩২১ ভোট নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে ডিএমকে। এডিএমকে-এর প্রাপ্ত ভোট ৮,১২৪।
10:22 AM (IST) Mar 02
দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ৪২ শতাংশ ভোট পেয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৩৮ শতাংশ ভোট
10:21 AM (IST) Mar 02
প্রথম রাউন্ড গণনা শেষে ব্যারণ বিশ্বাস বলেন, ‘কংগ্রেসই জয়ী হবে। জনগণ তাই বলেছে। আমি ১০০ শতাংশ আশাবাদী। সাধারণ মানুষের সজাগ হয়েছে। তৃণমূলের অত্যাচার, চুরি চামারি বুঝতে পারছে। বেকারত্ব এই সব সমস্যা বুঝেই মানুষ এবার কংগ্রেসকে চেয়েছে। পরিবর্তন হবেই।’
10:02 AM (IST) Mar 02
প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের গণনা শেষেও এগিয়ে কংগ্রেস প্রার্থী।
09:10 AM (IST) Mar 02
সাগরদিঘিতে প্রথম রাউন্ডের গণনা শেষ, এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। প্রথম রাউন্ডে এখনও পর্যন্ত ব্যালটের গণনা শেষ হয়েছে, মোট ১৬ রাউন্ড গণনা হবে, আপাতত ৫২৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইরন।
08:43 AM (IST) Mar 02
প্রাথমিকভাবে জানা যাচ্ছে সাগরদিঘিতে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
08:41 AM (IST) Mar 02
সাগরদিঘি কামদা কিংকর স্মৃতি মহাবিদ্যালয় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে সাগরদিঘি উপনির্বাচনের ভোট গণনা। গণনা চলছে পোস্টাল ব্যালটের।
08:04 AM (IST) Mar 02
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হল সাগরদিঘি উপনির্বাচনের ভোট গণনা। জানা যাচ্ছে বৃহস্পতিবার মোট ১৬ রাউন্ডের কাছাকাছি গণনা হতে পারে।
08:03 AM (IST) Mar 02
বিজেপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে দলই জয়ী হোক না কেন বিজেপি থাকবে দ্বিতীয় স্থানেই।
07:50 AM (IST) Mar 02
জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী হলেও কমতে পারে মার্জিন, জানালেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,'জয়ী হলেও আমাদের মার্জিন অনেকটাই কমবে। ব্যবধান সর্বোচ্চ হতে পারে ১৫,০০০ মতো।' তবে উল্টো সুর শোনা গেল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের গলায়। তিনি জানিয়েছেন,'এবার তৃণমূলের গড় যে পঞ্চায়েতগুলিতে সেখানে চমকে দেওয়ার মতো ফল হবে। সংখ্যালঘু এলাকায় খুব ভালো ভোট পেয়েছি। জয়ের ব্যবধান কোনও মতেই ২০,০০০-এর কম হবে না। বিধানসভায় খাতা খুলতে চলেছি আমরা।'
07:47 AM (IST) Mar 02
মমতার লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কি দেখা যাবে সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলে? এবার সাগরদিঘিতে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৮৫ হাজার ১২টি। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯৯ হাজার ৪৫৮।
07:42 AM (IST) Mar 02
সাগরদিঘিতে এবার ভোট পড়েছে ৭৮ শতাংশের কাছাকাছি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা ৩২ শতাংশ। সংখ্যালঘু ভোটারের সংখ্যা ৬৫ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী বিধানসভা এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩০ হাজার। এর মধ্যে ৮০ শতাংশ সংখ্যালঘু। অর্থাৎ শাসকদলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে পরিযায়ী শ্রমিক।
07:34 AM (IST) Mar 02
সাগরদিঘিতে ত্রিশঙ্কু প্রতিদ্বন্দিতার মুখোমুখি তৃণমূল। একদিকে বিজেপি। অপরদিকে বাম কংগ্রেস জোট। সকাল ৮টা থেকে শুরু হবে মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গণনা।
06:38 AM (IST) Mar 02
আজ ২ মার্চ ২০২৩ ভাগ্য নির্ধারণ হতে চলেছে সাগরর ৯ জন প্রতিদ্বন্দির। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভোট গণনা। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে।
06:34 AM (IST) Mar 02
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল সাগরদিঘীর উপনির্বাচন। ৪৬টি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। উপনির্বাচনে ৯ জন প্রতিদ্বন্দির ভাগগ্য নির্ধারণ আজ। ভোটার সংখ্যা ছিল ২,৫০,০০০। প্রতিটি ভোট কেন্দ্র ছিল সিসিটিভি কভারেজের আওতায়। মোট ২৪৬টি পোলিং বুথ ২২টি সেক্টরে বিভক্ত ছিল। প্রতিটি সেক্টরের জন্য একটি দ্রুত প্রতিক্রিয়া দলও বরাদ্দ করা হয়েছিল।
10:45 PM (IST) Mar 01
Bypolls Result Latest Updates: সাগরদিঘিতে তৃণমূলের বিরুদ্ধে জোরালো টক্কর দিচ্ছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী দিলীপ সাহা। অন্যদিকে, পিছিয়ে নেই বাম-কংগ্রেস জোটও, তাদের প্রার্থী বাইরন বিশ্বাস।
10:42 PM (IST) Mar 01
২৯ ডিসেম্বর প্রয়াণ হয় সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার। তাঁর জায়গায় বিধায়ক পদে কে আসবেন, তা নির্ধারণের জন্য ২৭ ফেব্রুয়ারি দিনটিকে উপনির্বাচনের দিন হিসেবে ধার্য করে নির্বাচন কমিশন।
10:40 PM (IST) Mar 01
West Bengal Bypoll Result 2023: সাগরদিঘিতে মোট ৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় আড়াই লক্ষ ভোটার।
10:38 PM (IST) Mar 01
সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির হয়ে বেশ কিছুটা চিন্তিত দলের সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ। ভোট ভাগাভাগি হলে বিজেপি ২ নম্বরেই থেকে যেতে পারে বলে আশঙ্কা সাংসদের।