একলাফে বেতন বাড়ল ৩৮ হাজার টাকা! এই কর্মীদের টাকা বাড়ানোর ঘোষণা নবান্নর

Published : Mar 04, 2025, 11:03 AM IST

বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন। একধাক্কায় ৩৮০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের। কারা পাবেন এই টাকা? তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা?

PREV
113

এই বছর রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার।

213

মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন।

413

কারা পাবেন এই টাকা? তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা?

513

বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বেতন বাড়ানো হবে ৩৮,০০০ টাকা।

613

যত বছর কাজ করছে সেই হিসাবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।

713

হিসেব মত যদি কারোর ৫ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে ২০,০০০ টাকা দেওয়া হবে।

813

এরপর ১০ বছরের অভিজ্ঞতা থাকলে ২৫,০০০ টাকা ও ১৫ বছর ধরে কাজ করলে ৩১,০০০ টাকা মাইনে দেওয়া হবে।

913

আর যদি কারোর ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

1013

৬০ বয়স হওয়া অবধি এই বেতনক্রম বজায় থাকবে।

1113

সম্প্রতি রাজ্য চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

1213

যেখানে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ২৫০০ টাকা ও তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে বেতন।

1313

আর নতুন এই বেতন ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। সুতরাং জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুমাসের টাকা অতিরিক্ত পাওয়া যাবে।

click me!

Recommended Stories