প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসি। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। আগামী রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটিও।
প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসি। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। আগামী রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটিও। গরম থেকে বাঁচতে বিশেষজ্ঞরা দিচ্ছেন একাধিক পরামর্শ। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো উচিত। জল, ওআরএস, তরমুজ, মুসম্বি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হালকা রংয়ের সুতির জামাকাপড় পড়ার পরামর্শ।