
West Bengal Weather Update : রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে নতুন করে সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
West Bengal Weather Update : রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে নতুন করে সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাও এর প্রভাবের বাইরে নয়। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হলেও বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
৬ ও ৭ জুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম-সহ কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
৮ থেকে ১০ জুনের মধ্যে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি ছড়িয়ে-ছিটিয়ে দেখা যাবে।
দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির কারণে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে এরপর ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, সেই নিয়ে এখনও নিশ্চিত বার্তা দেয়নি আবহাওয়া দফতর।