ফের গরমের তাণ্ডব! আর কতদিন বৃষ্টিপাতের রেশ থাকছে বঙ্গে?
বেশ কয়েকদিন ধরেই আকাশের মুখ ভারী এই রাজ্যে। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে কাল বৈশাখীর দাপট।
বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ যার দরুণ বঙ্গে ঝড় বৃষ্টি দেখা দিচ্ছে।
আগামী ১২ তারিখ অবধি রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে।
১১ তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় ও বৃষ্টি দেখা গিয়েছে।
টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে।
তবে দুর্যোগ এখনই কমছে না। আরও কিছুদিন ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে বলে জানিয়েছে হওয়া অফিস।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সঙ্গেবজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।