
মা বউ তুলে বোলপুরের আইসিকে অকথ্য ভাযায় গালাগালি দিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অডিও ভাইরাল হতেই অদ্ভুত সাফাই অনুব্রতর।
মা বউ তুলে বোলপুরের আইসিকে অকথ্য ভাযায় গালাগালি দিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অডিও ভাইরাল হতেই অদ্ভুত সাফাই অনুব্রতর। কেন অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিলেন তা জানালেন। তবে বীরভূম জেলা পুলিশ অনুব্রতর বিরুদ্ধে চার ধারায় মামলা করেছেন।