পুজোয় কি সত্যিই ভিজবে বঙ্গ? আজকের পর থেকে বেশ বদলাতে পারে আবহাওয়া
বেশ কিছুটা কমেছে বৃষ্টির দাপট। শক্তি কমেছে নিম্নচাপের। তবে এখনই সম্পূর্ণ মুক্তি মিলছে না।
পুজোতেও রেহাই নেই বৃষ্টি থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বহু জেলা।
পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে আরও বেশ কিছু জেলা।
১ অক্টোবর, ৩ অক্টোবর অর্থাৎ মহালয়া ও তার আগের দিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুজোর সময়তেও ভিজতে পারে বঙ্গ।
পুজোর ক'দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তবে আগামী ২-৩ দিন আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পুজোয় একাধারে ভাসবে উত্তরের জেলাগুলিও। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানা গিয়েছে।