বাংলায় ঢুকছে কনকনানি শীত! ভয়ঙ্কর আবহাওয়ার বদল হবে এক সপ্তাহে, কী বলছে হাওয়া অফিস?

বাংলায় ঢুকছে কনকনানি শীত! ভয়ঙ্কর আবহাওয়ার বদল হবে এক সপ্তাহে, কী বলছে হাওয়া অফিস?

ঘূর্ণিঝড়ের প্রকোপে বেশ কয়েকদিন ভিজল বাংলা। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে জেলায় জেলায়। রবিবার বেশ এনেকটা বদলাতে পারে পরিস্থিতি। তবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 

ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের পরে বেশ অনেকটা পরিবর্তন হয়েছে তাপমাত্রাতেও। একধাক্কায় বেশ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে পরিবেশ। এবার উত্তরের হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যের কোণায় কোণায়। বিদায় নিতে পারে বর্ষা। টানা বেশ কয়েকটা মাস বৃষ্টিতে নাজেহাল হয়েছে বঙ্গ। জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। এবার বৃষ্টিপাত কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। 

Latest Videos

ঘূর্ণিঝড় দানার কারণে হয়রান হতে হয়েছে বাংলার মানুষকেও। এখনও জল জমে রয়েছে কলকাতার বেশ কিছু এলাকায়। অন্যান্য বেশ কয়েকটি জেলাতেও অবস্থা খানিকটা এক। তবে এবার ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া। 

উত্তরবঙ্গও টানা বৃষ্টিতে ভিজল বেশ কিছুদিন। হড়পা বানে ভুগতে হয়েছে উত্তরের বাসিন্দাদের। পাহাড়ি এলাকাতেও এই বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে এবার শীত ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গেও। এবার শেষ হল গরমের দিন। সোয়েটারের দিন প্রবেশ করছে আর কয়েকটা দিনের মধ্যেই । 

এই বছর অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই ঠান্ডা ঢুকে যাবে বাংলায় বলে অনুমান হাওয়া অফিসের। কলকাতার তামাত্রাও মাত্রাতিরিক্ত নেমে যেতে পারে চলতি বছরে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল আসতে চলেছে বলেই ধারনা আবহাওয়া দফতরের। 

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি