বাংলায় ঢুকছে কনকনানি শীত! ভয়ঙ্কর আবহাওয়ার বদল হবে এক সপ্তাহে, কী বলছে হাওয়া অফিস?
ঘূর্ণিঝড়ের প্রকোপে বেশ কয়েকদিন ভিজল বাংলা। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে জেলায় জেলায়। রবিবার বেশ এনেকটা বদলাতে পারে পরিস্থিতি। তবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের পরে বেশ অনেকটা পরিবর্তন হয়েছে তাপমাত্রাতেও। একধাক্কায় বেশ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে পরিবেশ। এবার উত্তরের হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যের কোণায় কোণায়। বিদায় নিতে পারে বর্ষা। টানা বেশ কয়েকটা মাস বৃষ্টিতে নাজেহাল হয়েছে বঙ্গ। জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। এবার বৃষ্টিপাত কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।
ঘূর্ণিঝড় দানার কারণে হয়রান হতে হয়েছে বাংলার মানুষকেও। এখনও জল জমে রয়েছে কলকাতার বেশ কিছু এলাকায়। অন্যান্য বেশ কয়েকটি জেলাতেও অবস্থা খানিকটা এক। তবে এবার ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া।
উত্তরবঙ্গও টানা বৃষ্টিতে ভিজল বেশ কিছুদিন। হড়পা বানে ভুগতে হয়েছে উত্তরের বাসিন্দাদের। পাহাড়ি এলাকাতেও এই বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে এবার শীত ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গেও। এবার শেষ হল গরমের দিন। সোয়েটারের দিন প্রবেশ করছে আর কয়েকটা দিনের মধ্যেই ।
এই বছর অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই ঠান্ডা ঢুকে যাবে বাংলায় বলে অনুমান হাওয়া অফিসের। কলকাতার তামাত্রাও মাত্রাতিরিক্ত নেমে যেতে পারে চলতি বছরে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল আসতে চলেছে বলেই ধারনা আবহাওয়া দফতরের।